বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি নিয়ে বণিক বার্তার খবরের শিরোনাম রিজার্ভ পতনে বিপর্যয়ের মাস সেপ্টেম্বর। খবরে বলা হচ্ছে এ বছরের সেপ্টেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ২ বিলিয়ন ডলার।
বাংলাদেশে এক মাসের ব্যবধানে রিজার্ভের এত বড় ক্ষয় এর আগে দেখা যায়নি বলে বলা হচ্ছে প্রতিবেদনে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে, ২০২১ সালের অগাস্টের পর থেকে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ কমেছে। প্রতি মাসে গড়ে এক বিলিয়ন ডলার হারে রিজার্ভ কমতে থাকলেও সেপ্টেম্বরে প্রথমবারের মত রিজার্ভ দুই বিলিয়ন ডলার কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাত্র এক মাসের ব্যবধানে রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার কমে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। শর্ত পূরণে ব্যর্থতার কারণে আইএমএফের প্রতিশ্রুত ঋণের দ্বিতীয় কিস্তি স্থগিত করে দেয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দেশের রিজার্ভ বিপর্যয় আরো তীব্র হবে।
খবরে আরো উঠে এসেছে রিজার্ভের এই পরিস্থিতির মধ্যেই দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়েও বড় পতন দেখা গেছে সেপ্টেম্বরে। গত মাসে দেশে রেমিট্যান্স ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার এসেছে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানবজমিনের প্রতিবেদনের শিরোনাম চাপে কাবু অর্থনীতি। দেশের রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয়, ডলার সংকট, খেলাপি ঋণ ইত্যাদি নানা বিষয়ের টানাপোড়েনের চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে।
অর্থনীতি বিশ্লেষকদের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের চাপ, অর্থিক খাতের ঝুঁকি, দুর্বল মুদ্রানীতি, আমদানির ওপর শুল্ক আরোপ, দুর্বল রাজস্ব আদায় ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জ বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে।
খবরে উঠে এসেছে দেশের রিজার্ভ প্রতি মাসে প্রায় এক বিলিয়ন ডলার করে কমছে। খেলাপি ঋণ রেকর্ড এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে যা মোট ঋণের ১০ শতাংশেরও বেশি।
পাশাপাশি ডলারের দাম বাংলাদেশ ব্যাংক ১১৩ টাকা ৩০ পয়সায় বেঁধে দিলেও খোলা বাজারে ১২০ টাকা বা তারও বেশি দামে ডলার কিনতে হচ্ছে মানুষের।
বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে বলা হচ্ছে যে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহেও ধ্বস নেমেছে। একইসাথে কমছে রপ্তানি আয়।
এই পরিস্থিতিতে সরকার মূল্যস্ফীতি ছয় শাতংশে বেঁধে রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মূল্যস্ফীতি তার দ্বিগুণের বেশি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে যে গত অগাস্টে খাদ্য মূল্যস্ফীতি উঠেছে ১২.৫৪ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
দ্রব্যমূল্য নিয়ে যুগান্তরের প্রতিবেদন আলু পেঁয়াজের দাম কার্যকরের চেষ্টা চলছে। শুক্রবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর এক বক্তব্যে বলেছেন যে সরকার যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করে দিয়েছিল তা অর্জন হয়নি।
লক্ষ্য অর্জন না হওয়ার পেছনে ব্যবসায়ীদের অসততা, সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর মত বিষয়গুলো তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
Leave a Reply