নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে চারটি নিত্যপণ্য বিক্রি করছে সরকার। টিসিবির কার্ডধারীদের বাইরে সাধারণ ক্রেতাদের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এই কার্যক্রম চালু করেছে। টিসিবির ট্রাক থেকে এসব পণ্য কেনা যাবে। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব। তিনি জানান, স্থলবন্দর থেকে আলু ও পেয়াজ ছাড় করতে না পারায়, সব পয়েন্টে এই দুটি পণ্য দেয়া সম্ভব হচ্ছে না।
নিত্যপণ্যের দাম বাড়ায় প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিনের খাদ্যতালিকায় সাধারণ খাবারগুলো রাখাই কষ্টসাধ্য হয় পড়েছে। এ অবস্থায় অপেক্ষাকৃত নিম্নবিত্ত মানুষের জন্য কমমূল্যে তেল, মশুর ডাল, পেঁয়াজ ও আলু বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
মঙ্গলবার সকালে রাজধানীতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। নতুন এই কার্যক্রমে ঢাকা শহরের ৩০টি স্থানে ৩০০ জন করে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রমে সয়াবিন তেল ২ লিটার ১০০ টাকা, মুশুর ডাল প্রতিকেজি ৬০ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ৫০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা দরে কিনছেন ভোক্তারা।
আপাতত রাজধানীতেই সীমাবদ্ধ থাকছে এই কার্যক্রম। পরে, অন্যান্য জেলায় চালু করা হবে।
বাণিজ্য সচিব জানান, আগামী দুই মাস এই কার্যক্রম চলবে। তবে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে খাদ্য শষ্যেরউৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।
Leave a Reply