1. admin@khaborerbisso24.com : admin :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বব্যাপী বিপন্ন গাজাবাসীর শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানের সাথে আল্লামা ইমাম হায়াতের একাত্মতা প্রকাশ চাঁদপুর-৫ আসনে আনোয়ার হোসেন খোকন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ভারতে সদ্য পাশকৃত ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এনডিপির ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিম’র বৈঠক অনুষ্ঠিত ককটেল রবিন ও সন্ত্রাসী চুন্নুকে গ্রেফতারে দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল দুদকের ডিডি মাহবুবুল আলম মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ! স্বাধীনতার সুফল নষ্ট হতে দেয়া যাবে না ঈদে ‘বার্ডস আই’ নিয়ে এলো বাহারি রংয়ের পাঞ্জাবি

জনগন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে : আমিনুল হক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯ Time View

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। দেশে এখনও গণতন্ত্র ফিরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,জনগন তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে।
জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯ তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন,পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে,সেই জনগণের সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

বিএনপির এই নেতা বলেন,গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন,আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।এই বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ,সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আমিনুল হক।

এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য শামীম পারভেজ,হাফিজুল হাসান শুভ্র,সাজ্জাদ হোসেন মোল্লা,মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম,বিএনপি নেতা হাজী আবু তৈযব,পল্লবী ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 BDiT.com.bd
Theme Customized By bdit.com.bd