1. admin@khaborerbisso24.com : admin :
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ

ফিলিপাইনে তীব্র গরমে স্কুল বন্ধ

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

তীব্র গরম ও অসহ্য তাপের কারণে স্কুল বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন, আগামী ৭ দিন অধিকাংশ স্কুলে ক্লাস কার্যক্রম স্থগিত থাকবে। আপাতত ক্লাস চলবে অনলাইনে।
ফিলিপাইনে মোট স্কুলের সংখ্যা ৪৭ হাজারের বেশি। অধিকাংশ স্কুলের ক্লাসরুমে এসি নেই। ফলে এপ্রিলের প্রচণ্ড গরমে ক্লাস করতে বসে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের ওই নোটিশে বলা হয়েছে, অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবে। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগপর্যন্ত আপাতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে। এই গরমে দেশটির ৩৬ লাখ স্কুলশিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

এক সপ্তাহ ধরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ অধিকাংশ প্রদেশের তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ম্যানিলার একটি স্কুলের শিক্ষক মায়েতি পাওলিনো বলেন, শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার খারাপ লাগে। ক্লাস করাতে দিয়ে দেখি প্রায় সবাই গরমের ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 BDiT.com.bd
Theme Customized By bdit.com.bd