পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বেড়েছে বরই চাষ। প্রায় অর্ধশত বাগানে বরই চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। বাগান ও ক্ষেতে কাজ করছে নারীরাও। মাঠে কাজ করার পাশাপাশি বাড়ির আঙিনায় অনেকে চাষ করেছে কুল বরই। উৎপাদন খরচ ও ঝুঁকি কম থাকায় বরই বাগান করায় আগ্রহ বেড়েছে কৃষকদের। এবছর উপজেলায় বড়ই বাগান করেছে দুইশ’ চাষী।
পিরোজপুরের নাজিরপুরে বাড়ির আঙিনা এবং ক্ষেতের আল-এ বড়ই আবাদ করে সফলতা পেয়েছেন কৃষকরা। উপজেলার তারাবুনিয়া, ঘিলাতলা, দিঘিরজানসহ কয়েকটি গ্রামে নানা জাতের কুল বরই চাষে সফলতা পেয়েছেন ২০০ চাষি। চলতি বছর বরইয়ে বাম্পার ফলন হয়েছে। এতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ বরই চাষ। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে উদ্যোক্তার সংখ্যাও।
চাষিরা জানান, প্রতিকেজি বরই পাইকারি বিক্রি করছেন ৫০-৬০ টাকা। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে বরই কিনে নিয়ে যাচ্ছেন বাগান থেকেই।
এ উপজেলায় কৃষি কাজে পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে নারীরাও। প্রতিটি গ্রামেই দেখা যায় কৃষিতে নারীর সমান অংশগ্রহণ।
কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার বীজসহ নানান সহযোগিতা করায় নাজিরপুরের কৃষকরা সফলতা দেখছেন সবক্ষেত্রে, দাবি নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশার।
নাজিরপুরে ছোটবড় মোট অর্ধশত বরইয়ের বাগান রয়েছে। এবছর এ উপজেলায় ১৫ হেক্টর জমিতে কুল বরইয়ের চাষ হয়েছে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা।
Leave a Reply